শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ইসরাইলের হামলায় একদিনে নিহত ৩২০ ফিলিস্তিনি

আরো খবর

ইসরাইলের হামলায় ফিলিস্তিনে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ৩২০ জন। দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গাজায় ইসরাইলের মুহুর্মুহু বিমান হামলায় অনেক নারী ও শিশুরও প্রাণ গেছে। খবর আলজাজিরার।

ইতোমধ্যে হামাসের সঙ্গে ইসরাইলের যুদ্ধের এক সপ্তাহ পেরিয়েছে। এ পর্যন্ত মোট ফিলিস্তিনি নিহত হয়েছে ২ হাজার ২১৫ জন, আহত ৮ হাজার ৭১৪ জন। এদিকে মোট ইসরাইলি নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ আর আহত হয়েছে ৩ হাজার ৪০০ জন।

শুরুতে ইসরাইলিদের নিহতের সংখ্যা বেশি হলেও, এখন ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ইসরাইলিদের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

গত সপ্তাহে পশ্চিম তীরে ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৫০, আহত হয়েছে ১ হাজারের বেশি মানুষ।

এদিকে শনিবার এক বিবৃতিতে ইসরাইল জানিয়েছে, হামাসের কমান্ডার আলি কাদিকে হত্যা করেছে দেশটি। তবে এ বিষয়ে হামাস এখনো কিছু জানায়নি।

শুক্রবার ইসরাইলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে রয়টার্সের সাংবাদিক ইশাম আব্দাল্লাহ নিহতের ঘটনায় দুঃখপ্রকাশ করেছে ইসরাইল। দেশটির সামরিক মুখপাত্র জানিয়েছে, আমরা এ ঘটনায় খুবই দুঃখিত।

এর আগে এ ঘটনায় ইসরাইলের সামরিক বাহিনীর সমালোচনা করেছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস। তারা বলেছে, এ ঘটনায় প্রমাণিত হয় যে, গণমাধ্যমকর্মীদেরও টার্গেট করছে ইসরাইলের সামরিক বাহিনী।

আরো পড়ুন

সর্বশেষ