মণিরামপুর প্রতিনিধি : শনিবার ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার আয়োজনে মুফতি গোলাম রব্বানী যশোরীর সভাপতিত্বে উপজেলা যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুজ্জামান।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ কুতুবউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ চঞ্চল ,বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব ইবাদত ইসলাম মনু খালাসী।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে ইসলামী আন্দোলনের বিভিন্ন দিক এবং ইসলামের জন্য তাদের ভূমিকা গুলো তুলে ধরেন। সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত করে ২ বছরের জন্য নতুন কমিটি ঘোঘনা করা হয়। মাওলানা ইমদাদুল ইসলাম কে সভাপতি, ডাক্তার আহসান হাবিবকে সাধারণ সম্পাদক এছাড়া সহ-সভাপতি মোহাম্মদ ইসরাফিল, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল,সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুস সালাম মোট ৫ জনকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি মোঃ কামরুজ্জামানের সাক্ষরে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। পরে অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মনিরামপুর ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আক্তারুজ্জামান।
দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং নতুন কমিটির মঙ্গল কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

