শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ইস্তেগফারের ছয় নেয়ামত

আরো খবর

একাত্তর ডেস্ক:নিজের কওমকে একটা শেষ সুযোগ দিলেন নবী নুহ আলাইহিসসালাম। কারণ সুদীর্ঘ ৯৫০ বছর দিন রাত দ্বীনের দাওয়াত দিয়েছেন। কিন্তু এই জাতি দ্বীন গ্রহণ তো করেইনি উপরন্তু নাফরমানি করেছে।

নুহ আলাইহিসসালাম নবী হওয়ার কারণে উপলব্ধি করতে পেরেছিলেন আল্লাহর পক্ষ থেকে আজাব আসন্ন।
তিনি বললেন তোমরা ইস্তেগফার করো। গণ ইস্তেগফার করো।

ইস্তেগফার করলে ক্ষমা তো পাবেই, সঙ্গে সঙ্গে আরো কিছু লাভ হবে। কারণ ইস্তেগফারের প্যাকেজটা সব সময়ই রিচ।
একটা চাইলে সঙ্গে আরো কয়েকটা দিয়ে দেওয়া হয়।

নুহ আলাইহিসসালাম বললেন –

فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا * يُرْسِلِ السَّمَاء عَلَيْكُم مِّدْرَارًا * وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّاتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَارًا

‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও-তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের ওপর আকাশ থেকে অবিরাম করুণাধারা বর্ষণ করবেন, ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে তোমাদের সাহায্য করবেন, তোমাদের জন্য রকমারি বাগানের ব্যবস্থা করে দেবেন, আর তোমাদের দেবেন অনেক ঝরনাধারা।’ (সুরা নূহ, আয়াত : ১০-১২)

শুধুমাত্র ক্ষমা চাইলে এতকিছু দিয়ে দেওয়া হবে? অবাক হওয়ার মতো ব্যাপার।
এই প্যকেজে কি কি আছে দেখুন –

এক. ক্ষমার সুসংবাদ
দুই. আকাশ থেকে রহমত বর্ষণ
তিন. ধন সম্পদ
চার. উত্তম সন্তান সন্ততি
পাচ. রকমারি বাগান ও শষ্যক্ষেত
ছয়. প্রচুর নদী নালা ও ঝর্ণাধারা।

মানুষের জীবন ধারণের জন্য যা যা প্রয়োজন সবই ইস্তেগফারের প্যাকেজে আছে! অবাক হতে হয়।

বেকারত্ব, দারিদ্রতা, ফসলহীনতা দুরিকরণ এবং সম্পদ লাভের জন্য ইস্তেগফারের চেয়ে ভালো প্যাকেজ জানা নাই।

একবার মদীনায় অনাবৃষ্টি হলে উমর (রা.) সালাতুল ইস্তেস্কা আদায় করে মিম্বরে উঠে ইস্তেগফারের আয়াত তথা ক্ষমার আয়াত পড়ে নেমে যান। তারপর বললেন –

‘আকাশ থেকে বৃষ্টি নামার যতগুলো দরোজা সকল দরোজা দিয়ে বৃষ্টি নামার জন্য দোয়া করে দিলাম।

এতকিছুর পরও বসে থাকবেন নাকি ইস্তেগফার ও ক্ষমা চাওয়ায় মনোনিবেশ করবেন সেই সিদ্ধান্ত একান্তই আপনার। আল্লাহ ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। আমীন। সূত্র: কালের কন্ঠ

আরো পড়ুন

সর্বশেষ