শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঈগলের গণজোয়ার ঠেকাতে নিজেরা নির্বাচনী অফিস পুড়িয়ে নাটক করছে -সংবাদ সম্মেলনে আজিজ

আরো খবর

কেশবপুর (যশোর)প্রতিনিধি:যশোরের কেশবপুরে ঈগলের গণজোয়ার দেখে নিজেরাই নির্বাচনী অফিস পুড়িয়ে আমার কর্মীদের ঘাড়ে দোষ চাপানোর অপচেষ্টা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আজিুজুল ইসলাম। তিনি বলেন, ভোটাররা যাতে ভোট কেন্দ্রে না আসতে পারে তার জন্য নৌকা প্রতিকের নেতা-কর্মিরা ভয়ভীতিসহ প্রকাশ্যে হুমকি দিচ্ছে। রোববার বেলা ১২ টায় কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

লিখিত বক্তব্য পাঠাকালে আজিজুল ইসলাম খন্দকার আজিজ বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে   যশোর- ৬ (কেশবপুর) আসনে তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি এলাকার সন্তান হিসেবে কেশবপুরে ঈগল প্রতীকের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হলে ঈগল প্রতিক নিয়ে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন  ।

তিণন বলেন,নির্বাচনের শুরু থেকেই নৌকা প্রার্থীর লোকজন তার কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিয়ে আসছে। ঈগল প্রতীকের গণজোয়ার ঠেকাতে ব্যর্থ হয়ে নিজেরাই নৌকার অফিস পুড়িয়ে সেই দায় তার লোকদের ঘাড়ে চাপানোর বৃথা নাটক করে হয়রানির চেষ্টা করছে।

পৌর এলাকার বায়সা মোড়ের নৌকা প্রতীকের নির্বাচনী অফিস পুড়িয়ে ফেলার ঘটনাটি তার অপরাজনীতির বহি:প্রকাশ ছাড়া আর কিছুই না।  তারা শান্ত কেশবপুরকে অশান্ত করতে যেকোন সময়  অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে পারেন বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, নৌকায় ভোট না দিলে কেন্দ্রে আসতে দেয়া হবে না বলেও হুমকি দেয়া হচ্ছে। যার অডিও ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। এব্যাপারে আমি নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছি। নির্বাচন কমিশন ব্যবস্থাও নিয়েছেন। পত্রিকায় সংবাদ প্রকাশের কারনে একজন সাংবাদিককে তারা প্রাণনাশের হুমকি দিয়েছে,আমি তার নিন্দা জানাই।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দাবি জানান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, কেশবপুর পৌরসভার কাউন্সিলর কবীর হোসেন, যুবলীগ নেতা টিপু সুলতান, আওয়ামীলীগ নেতা সামছুর গাজী, আব্দুল লতিফ, আব্দুস সালাম, মুজিবর রহমান, কামরুল ইসলাম খন্দকার, সোহরাব হোসেন ও উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ