মঙ্গলবার, ২০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাবান, ১৪৪৭ হিজরি

ঈদগাহ মাঠে পাওয়া গেলো ৩৪৩ ভরি স্বর্ণ

আরো খবর

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার রামনগর ঈদগাহ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ৪ কেজি অর্থাৎ ৩৪৩ ভরি স্বর্ণ জব্দ করেছে।
শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি গণমাধ্যম কর্মীদেরকে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার সকালে স্বর্ণগুলো জব্দ করে বিজিবি। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ১০টার সময় চোরাকারবারীরা স্বর্ণ পাচার করছে এ তথ্যের ভিত্তিতে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামানের (পিবিজিএম, পিএসসি) সার্বিক তত্ত্বাবধানে বারাদী বিওপির সদস্যরা দর্শনা সীমান্তের ৭৮নং মেইন পিলার থেকে আনুমানিক দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে রামনগর ঈদগাহ মাঠে অভিযান চালায়। এ সময় বিজিবি সদস্যরা মালিকবিহীন অবস্থায় ৪ কেজি (৩৪২.৯৪ ভরি) ওজনের উন্নত মানের ৪টি স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য দুই কোটি ৫৭ লাখ ২০ হাজার টাকা। জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়েছে। এ ব্যাপারে দর্শনা থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ