শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদের চাঁদ দেখা যাবে শুক্রবার: আবহাওয়া অধিদপ্তর

আরো খবর

শাওয়াল মাসের চাঁদ আগামী ২১ এপ্রিল (শুক্রবার) বাংলাদেশের আকাশ থেকে দেখা যাবে। অর্থাৎ এমন হলে রোজা ২৯টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরী এ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়েছে, ২১ এপ্রিল (২৯ রমজান) সন্ধ্যা ৭টা ৩৯ মিনিট পর্যন্ত শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এদিন চাঁদ দেখা গেলে ২২ এপ্রিল শনিবার পালিত হবে ঈদুল ফিতর।

আবহাওয়াবিদ খো: হাফিজুর রহমান জানিয়েছেন, চাঁদের অলটিটিউড ৬ ডিগ্রি বেশি হলে খালি চোখে দেখা যায়। ২১ এপ্রিল ১৬ ডিগ্রি থাকবে।

 

গত কয়েক বছর ৩০ রমজান পূর্ণ হয়েছে। মধ্যপ্রাচ্যে এবার শনিবারে ঈদ হতে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

আরো পড়ুন

সর্বশেষ