রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদের ছুটিতে বাধভাঙ্গা জোয়ারের ন্যায় ভারতে যা”েছ যাত্রীরা

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:-
ঈদের ছুটি কাটাতে চিকিৎসা ভ্রমন ব্যাবসা সহ স্বজনদের সাথে দেখা করতে ভারতে যা”েছ অনেকে। ঈদের দুদিনে বাধভাঙ্গা জোয়ারের ন্যায় বেড়েছে যাত্রী যাতায়াত। যাত্রীদের উপচে পড়া ভীড় সামলাতে হিমশিম খা”েছন প্রশাসনের সদস্যরা। সকাল থেকে সন্ধা পর্যন্ত দীর্ঘ লাইনের ফলে নারী শিশু ও বৃদ্ধরা পড়ছেন চরম দুর্ভোগ।
ভারতের বানিজ্য শহর কলিকাতার সাথে বেনাপোলের দুরত্ব কম হওয়ায় যাত্রীরা বেনাপোল পেট্টাপোল ¯’লপথে যাতায়াতে করেন বেশী। অন্যদিকে করোনা শিথিলে ভ্রমন ভিসা চালু হওয়ায় বেড়েছে যাত্রীদের গমনাগমন। ঈদের পরের দিন চিকিৎসা দর্শনীয় স্পটে ভ্রমন,স্বজনদের সাথে দেখাসহ কেনাকাটা শেষে স্বপরিবারে হাজার হাজার যাত্রী ফিরছেন দেশে। তবে নো-ম্যান্স ল্যান্ড এলাকায় যাত্রীদের নানা ভাবে হয়রানীর স্বিকার ও দুর্ভোগ বেড়েছে কয়েকগুন। দুপার কাষ্টম ইমিগ্রেশন পৌছাতে১০টি জ্ায়গায় লাইনে দাড়িয়ে নারী শিশু বৃদ্ধরা অসু¯’্য হয় পড়ছেন। হ”েছন হয়রানিও ভোগান্তির স্বিকার। ভারতীয় অংশে গেটে পাসপোর্ট চেকিং ধীর গতিতে দীর্ঘ লাইনের সৃষ্টি হ”েছ। রোদ বৃষ্টি ও ভ্যপসা গরমে অতিষ্ট তারা।
যাত্রী দুর্ভোগ লাঘবে চেষ্টা করছেন বলে জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ ও পোর্ট থানার ওসি কামাল ভুইয়া।
গত ৭দিনে প্র্রায় ৩৮হাজার যাত্রী যাতায়াত করেছে বলে জানান ইমিগ্রেশন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ