শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদের টানা ৫ দিনের ছুটির পর বেনাপোল বন্দরে আমদানি রফতানি শুরু

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:পবিত্র ঈদল আযাহা ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৫ দিনের ছুটির পর বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্য্যক্রম শুরু হয়েছে।তবে বন্দর ও কাস্টমসের কার্য্যক্রম চলছে ঢিমেতালে।
খুলেছে বন্দর ও কাষ্টম। বন্দরে দেশের বিভন্ন এলাকা থেকে আসছে পন্যবোঝায় রফতানি বাহি
ট্রাক। শ্রমিকেরাও কাজে যোগ দিয়েছে। সাকাল সাড়ে ১১টা পর্যন্ত২৩ ট্রাক পন্য আমদানি রফতানি
হয়েছে।
বেনাপোল স্থলবন্দর পরিচালক (ভারপ্রাপ্ত)আব্দুল জলিল জানান,মঙ্গল বুধ ও বৃহস্পতিবার ছিল
ঈদের ছুটি,শুক্র ও শনিবার সরকারি ছুটি সব মিলিয়ে২৭জুন থেকে ১জুলাই পর্যন্ত টান ৫দিনের ছুটির
কবলে বন্ধ ছিল বেনাপোল বন্দর। তবে পাসপোর্ট যাত্রী যাতায়াত ছিল স্বাভাবিক। ২ জুলাই রোববার
থেকে পুনরায় বন্দর ও কাস্টমসের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান তিনি। সোমবার থেকে পুরোদমে
আমদানি রফতানি সচল থাকবে বলে জানান বন্দর সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

সর্বশেষ