শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে শ্যামনগরে  জশনে জুলুস পালিত

আরো খবর

মোঃ আলফাত হোসেনঃ ‎সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের মতো এবারও আহলে সুন্নাত ওয়াল জামাত শ্যামনগর শাখার উদ্যোগে পালিত হয়েছে জশনে জুলুস  ।
‎শনিবার (৬ সেপ্টেম্বর) জশনে জুলুসে অংশ নিতে সকাল থেকে কাশিমাড়ির গোবিন্দপুর, শংকরকাটি, দেওলসহ শ্যামনগর পৌরসভা ও উপজেলার বিভিন্ন স্থান থেকে আসা লোকজন শ্যামনগর কেন্দ্রীয় ইদগাহ মাঠে জড়ো হন।
‎এরপর শ্যামনগর কেন্দ্রীয় ইদগাহ প্রাঙ্গণ থেকে বিশাল বর্ণাঢ্য র‌্যালিটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জশনে জুলুসে অংশ নেওয়া মানুষেরা শান্তিপূর্ণভাবে স্ব-স্ব এলাকায় ফিরে যান।
‎জশনে জুলুসে অংশ নেওয়া বেশির ভাগ মানুষের মুখে উচ্চারিত হচ্ছিল নারায়ে তাকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালাত ইয়া রাসুলুল্লাহ। হামদ, নাত ও দরুদ শরিফও পাঠ করেছিল তারা।
‎জশনে জুলুস শুরু হওয়ার আগে শ্যামনগর কেন্দ্রীয় ইদগা ময়দানে মিলাদ, কেয়াম এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন হায়বাতপুর শেখপাড়া জামে মসজিদের সন্মানিত ইমাম মুফতি শামসুদ্দিন আহমেদ সাহেব।

আরো পড়ুন

সর্বশেষ