শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোমবার  সরকারি ছুটিতে বেনাপোল বন্দর

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সোমবার  সরকারি ছুটিতে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।  ফলে দু পার বন্দর সড়কে আটকা পড়েছে শহস্রাধিক পন্যবাহি ট্রাক।তবে বেনাপোল-ইসিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ওমর ফারুক মজুমদার।

বন্দর সংশ্লিষ্টরা জানান বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ভারত থেকে পণ্যবোঝাই ৩শ থেকে সাড়ে ৪শটি ট্রাক আসে। বাংলাদেশ থেকেও ২শথেকে৩শ ট্রাক পণ্য যায় ভারতে। শিল্পপ্রতিষ্ঠানের কাঁচামালের পাশাপাশি বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য আসে এ বন্দর দিয়ে। ভারত থেকে বাংলাদেশে আমদানি করা পণ্যের ৮০ ভাগই আসে বেনাপোল বন্দর দিয়ে।

বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্সের পরিচালক মতিয়ার রহমান ও বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ‘ঈদে মিলাদুন্নবী উপলক্ষ সোমবার সরকারি ছুটির কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ।

বেনাপোল ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক ওমর ফারুক মজুমদার জানান, ‘ছুটিতে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।’

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, ‘ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ছুটিতে দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রযেছে। মঙ্গলবার সকাল থেকে আবার স্বাভাবিকভাবেই আমদানি-রফতানি বাণিজ্য শুরু হবে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ