শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদ এ মিলাদুন নবী উপলক্ষে বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

আরো খবর

বেনাপোল প্রতিনিধি:ঈদ এ মিলাদু নবী উপলক্ষে সরকারি ছুটিতে বেনাপোল পেট্টাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি রফতানি বন্ধ রয়েছে। ফলে দু পার বন্দর সড়কে আটকা পড়েছে শহ¯্রাধিক পন্যবাহি ট্রাক। নষ্ট হচ্ছে পান ফল মরিচ সহ বিভিন্ন খাদ্যপন্য। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যাবসায়িরা।

বেনাপোল বন্দর পরিচালক আবÍুল জলিল জানান, সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে। তবে বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত রয়েছে স্বাভাবিক। রবিবার সকাল থেকে সচল হয়ে পোর্ট। অন্যদিকে সকালে ১৩১টি খালি ট্রাক ফিরে গেছে ভারতে।

আরো পড়ুন

সর্বশেষ