শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঈদ-পয়লা বৈশাখ ঘিরে নাশকতার হুমকি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আরো খবর

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। ইনডিপেনডেন্ট টেলিভিশনের ফুটেজ থেকে সংগৃহীত ছবি।
ঈদ ও পয়লা বৈশাখকে ঘিরে কোনো ধরনের নাশকতার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বুধবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঈদুল ফিতরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ, ছুটি, সড়ক-মহাসড়ক নিরাপদ ও যানজটমুক্ত রাখা নিয়ে সভা শেষে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় মন্ত্রী ঈদে ঘরমুখী মানুষের যাত্রা নিরাপদ করতে বাস, লঞ্চ ও রেল স্টেশনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কথাও জানান।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নববর্ষ এলে অনেকে অনেক কথা বলে। কিছু রটানোর চেষ্টা করে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক পর্যবেক্ষণে আছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, পুলিশের তথ্য অনুযায়ী এবার সারা দেশে প্রায় ৯৮ হাজার স্থানে ঈদের জামাত হবে। বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা বাহিনী মাঠে থাকবে। এ ছাড়া ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই হবে না, তাদের বেতন-বোনাস পরিশোধেরও সিদ্ধান্ত হয় বৈঠকে।

মোটরসাইকেলে চলাচলের বিষয়ে মন্ত্রী জানান, ঈদে পদ্মা সেতুর বিকল্প হিসেবে মোটরসাইকেল চলাচলের জন্য ফেরির ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া ঈদের তিন দিন আগে থেকে নিত্যপণ্য ছাড়া সব ধরনের মালবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে।

আরো পড়ুন

সর্বশেষ