শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

উদীচীর অনুষ্ঠানে হামলার প্রতিবাদে যশোরে সাংস্কৃতিক সমাবেশ

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ নড়াইলের বড়দিয়ায় উদীচীর উৎসবে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্টী যশের জেলা শাখার উদ্দ্যোগে সাংস্কৃতিক সমাবেশ অয়োজন করা হয়েছিল। প্রেসকব যশোরের সামনে গতকাল মঙ্গলবার বিকালে এ প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজন করা হয়।

এ সমাবেশে বক্তারা বলেন, নড়াইলে উদীচীর অনুষ্ঠানে হামলা রাজনৈতিক পরিকল্পনার অংশ। রাষ্ট্রের উদাসীনতার কারণে এ ধরনের ঘটনা ঘটছে। একইসাথে স্বাধীনতার মাসে প্রগতিশীল সাংস্কৃতিক শক্তির উপর নতুন করে আঘাত হানতে পিছুপা হচ্ছে না অপশক্তি। যারা চায় না, বাংলার মাটিতে প্রগতিশীল মুক্ত চিন্তার চর্চা হোক, যারা চায় না এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা লালন করুক তারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। এর আগেও যশোরে উদীচীসহ বিভিন্ন সময় বারবার সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়েছে। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার করতে পারেনি রাষ্ট্র।

প্রশাসনের ব্যর্থতার কারণে বারবারই পার পেয়ে গেছে অপরাধীরা। অবিলম্বে এ হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা যেন কোনোভাবেই আইনের ফাঁকফোঁকর দিয়ে বের হয়ে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে।

সংগঠনের সহসভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরুর সভাপতিত্বে বক্তৃতা করেন সংগীত সংগঠন সমন্বয় পরিষদের জেলা সভাপতি হারুন অর রশীদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, টিইউসির জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মজনু, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সাধারণ সম্পাদক সাজেদ রহমান বকুল, ছড়াকার রিমন খান, সাংবাদিক প্রণব দাস, বাউলিয়া সংঘের পরিতোষ বাউল, উদীচীর খন্দকার রাজিবুল ইসলাম টিলন প্রমুখ।

আরো পড়ুন

সর্বশেষ