শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চাইলেন-এমপি নাবিল আহমেদ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরে মুক্তিযুদ্ধের চেতনা ও লাল-সবুজের বাংলার ধারাবাহিকতা ধরে রাখতে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। তিনি বলেন, নৌকায় ভোট দিলে শেখ হাসিনা রাষ্ট্রক্ষমতায় থাকবেন। উন্নয়নে কোন ভাটা পড়বে না।  শুক্রবার (৩ ফেব্রুয়ারি) যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের গেইটের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেনের সভাপতিত্বে সংসদ সদস্য বলেন, যশোরে গত ৯ বছরে ১২০০ কোটি টাকার উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নের মধ্যে রয়েছে ডিজিটাল যশোর জেলা, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়, মেডিকেল কলেজ, ভৈরব নদী খনন, আইসিটি পার্ক, ১৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনসহ প্রায় দুই শতাধিক গ্রামের রাস্তা পাকাকরণ। এসব উন্নয়নের মূল কারিগর শেখ হাসিনা। তাই উন্নয়ন ধরে রাখতে শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় আনার বিকল্প নেই।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদক সুখেন মজুমদার, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, ফতেপুর ইউনিয়নের শ্রম সম্পাদক ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক আব্দুর রউফ ও কৃষি সম্পাদক ইমারত আলী। এরপর যশোর সদর উপজেলায় সংসদ সদস্যের নিজস্ব অর্থায়নে রাজারহাট ও কচুয়ার মধ্যকার নির্মিত বেইলী ব্রিজের উদ্বোধনী করেন।

আরো পড়ুন

সর্বশেষ