শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে- প্রধান প্রকৌশলী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ জনপদে রাস্তা ও অবকাঠামো উন্নয়নে স্থানীয় সরকার বিভাগের প্রকৌলীদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার বিভাগের প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন।তিনি বলেন,  মাঠ প্রশাসনে প্রকৌশলীরা দৃশ্যত উন্নয়নের প্রাণ।গোট বাংলাদেশ তাদের দিকে চেয়ে আছে। সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে যে মহা কর্মযজ্ঞ হাতে নিয়েছে তা এগিয়ে নিতে প্রকৌশলীদের উদ্যমি হয়ে কাজ করতে হবে।


বৃহস্পতিবার বিকালে এলজিইডির সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অথিতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন যশোর এলজিইিডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম।

সভায় খুলনা বিভাগের ১০ জেলার তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলীগণ উপস্থিত ছিলেন।

এর আগে প্রধান প্রকৌশলী আলী আখতার হোসেন এলজিইডির নবনির্মিত ভবন উদ্বোধন এবং উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

আরো পড়ুন

সর্বশেষ