নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বলেছেন, বর্তমান সরকারের আমলে উন্নয়ন অগ্রগতি দেখে দেশের মানুষ আবার আওয়ামী লীগকেই ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে। তিনি বলেন, আওয়ামী লীগ জনমানুষের কল্যাণমুখী অসাম্প্রদায়িক চেতনার একটি প্রাচীনতম সংগঠন। সকল শ্রেণি পেশার মানুষের অন্ন বস্ত্র খাদ্য শিক্ষা,স্বাস্থ্যসহ মৌলিক অধিকার নিশ্চিত করা। শেখ হাসিনা সরকার এ মাহা কর্মযজ্ঞে সফলতা অর্জন করে বিশ^কে তাক লাগিয়ে দিয়েছে। যার অন্যতম উদাহরণ পদ্মা সেতু। বৃহস্পতিবার মণিরামপুরে কামারডাঙ্গ মহাশ্মশান মন্দিরের ভিত্তি প্রস্তর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সভায় অন্যান্যের মধ্যে মণিরাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সাংবাদিক শ্যামল সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলশী দাস বসু, প্রকৌশলী আমির হোসেন, শাহিনুর রহমান শাহিন, মনিরুজ্জামান মণি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কামারডাঙ্গ মহাশ্মশান মন্দিরের সভাপতি প্রদীপ চক্রবর্তী। পরে প্রতিমন্ত্রী কামারডাঙ্গ মহাশ্মশান মন্দিরের একটি রাস্তা উদ্বোধন করেন।

