একাত্তর প্রতিবেদক ॥ যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সকলকে ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকায় ভোট দিয়ে এ দেশের মানুষ কখনো বিমুখ হয়নি। কারণ নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা গণতন্ত্রের প্রতীক, নৌকা সমৃদ্ধির প্রতীক। আগামী ২৮ ফেব্রুয়ারি যশোর পৌরসভা নির্বাচনে যেকোনো মূল্যে নৌকাকে বিজয়ী করতে হবে। প্রার্থী পছন্দ না হলেও শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সোমবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। যশোর পৌর আওয়ামী লীগের আয়োজনে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনায় যশোর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশকে বিজয়ী করার লক্ষ্যে এই কর্মীসভার আয়োজন করা হয়। যশোর পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জহুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগনেতা মুজিবুদ্দৌলাহ সরদার কনক, আসিফ-উদ-দৌলা সরদার অলক, জিয়াউর হাসান হ্যাপী, রেজাউল ইসলাম, শফি উদ্দিন অরুণ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, শহর আওয়ামী লীগনেতা রবিউল আজিজ তপু, কাজী শহিদুল হক শাহীন, আজিজুল হক, বজলুর রহমান মানিক, আনোয়ার হোসেন বাবু, আলমগীর হোসেন, সুলতান মাহমুদ পরাণ, তোতা মিয়া, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্যোৎস্না আরা মিলি, যশোর পৌরসভার কাউন্সিলর গোলাম মোস্তাফা, রোকেয়া পারভীন ডলি, নাছিমা আক্তার জলি, ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওলিয়ার রহমান, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সালাম, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইয়াকুব আলী খান, সাধারণ সম্পাদক এস এম ইউসুফ শাহিদ, ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসান ইমাম বাবলু, সাধারণ সম্পাদক কবিরুল আলম, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম বড়–য়া, সাধারণ সম্পাদক নুর ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তাফা, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান নান্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মুকুল, ৯ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি নুর ইসলাম খান রবি, সাধারণ সম্পাদক আজিজুর আলম মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা স্বেচ্ছাসেবকলীগনেতা এস এম নিয়ামত উল্লাহ, সাবেক সভাপতি রওশন ইকবাল শাহীসহ যশোর পৌর আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। বর্ধিত সভা থেকে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে যশোর পৌর আওয়ামী লীগ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে নির্বাচনী পথসভা ও কর্মীসভা করার পরিকল্পনা হাতে নিয়েছে। যশোরের ৯ টি ওয়ার্ডের মধ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি ২ নম্বর ওয়ার্ডে বিকাল ৩টায় আলিয়া মাদ্রাসা থেকে গণসংযোগ, ১৮ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় হুশতলা মোড় থেকে গণসংযোগ, ১৯ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় ৭ নম্বর ওয়ার্ডের মহিলা মাদ্রাসা থেকে গণসংযোগ, ২০ ফেব্রুয়ারি ১ নম্বর ওয়ার্ডের শতদল স্কুল থেকে গণসংযোগ, ২২ ফেব্রুয়ারি ৫ নম্বর ওয়ার্ডের রেলগেট পার্টি অফিস থেকে গণসংযোগ, ২৩ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় ৩ নম্বর ওয়ার্ডের ঘোপ জেল রোড বউবাজার থেকে গণসংযোগ, ২৪ ফেব্রুয়ারি বিকাল ৩ টায় ৬ নম্বর ওয়ার্ডের রায়পাড়া থেকে গণসংযোগ, ২৫ ফেব্রুয়ারি ৪ নম্বর ওয়ার্ডের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে গণসংযোগ, এবং ২৬ ফেব্রুয়ারি ৮ নম্বর ওয়ার্ডের এমএসটিপি স্কুল প্রাঙ্গণ থেকে গণসংযোগ করা হবে
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা বিজয়ী করতে হবে : এমপি শাহীন চাকলাদার

