সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

উপশহর মানসী সিনেমা হল মার্কেট থেকে ব্যাটারি ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
যশোর উপশহর মানসী সিনেমা হল মার্কেটের হাসিব ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জোর পূর্বক একটি ব্যাটারি ও ক্যাশ থেকে নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ করা হয়েছে। হাসিব ট্রেডার্সের স্বত্তাধিকারি শহরের বেজপাড়া গুলশান মোড়ের কামরুল হকের ছেলে হাসিব রেজা (২৭) বুধবার এই অভিযোগ করেন। অভিযোগ তদন্তের দাযিত্ব দেয়া হয়েছে উপশহর ফাঁড়ির আইসি এস আই এজাজকে।
অভিযোগে হাসিব জানান, বেজপাড়া শহরের আনসার ক্যাম্প এলাকার রবিউল আলমের ছেলে আশরাফুল আলম পিয়াস ও ইশারতসহ অজ্ঞাত ২/৩ জন বুধবার বিকেলে একটি সাদা রঙের প্রাইভেটকারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসে। এরপর তারা প্রাইভেটকার থেকে নেমে আমাকে খুন জখমের হুমকি দেয়। আমার ব্যবসা প্রতিষ্ঠান হাসিব ট্রেডার্স থেকে একটি ব্যাটারি মূল্য ১০ হাজার টাকা ও ক্যাশ থেকে নগদ সাড়ে ১০ হাজার টাকা জোর পূর্বক নিয়ে যায়। অভিযোগে তিনি আরো বলেছেন, আসামিদের স্বভাব চরিত্র ভালো না। সন্ত্রাসী প্রকৃতির। এলাকায় চুরি ছিনতাইসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত। আসামিরা বিভন্ন সময় আমাকে জীবন নাশের হুমকি দিচ্ছে। তারা যে কোন সময় আমাকে বড় ধরনের ক্ষতি করতে পারে। এ বিষয়ে তিনি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। #

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ