যশোর:
ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় যশোর জেলা পুলিশে কর্মরত এএসআই (নিরস্ত্র)/৪৯৮ আক্কাচ আলী রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ৫৮ বছর।
সংবাদ পেয়ে রাতে পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ।
পরবর্তীতে এক বিবৃতিতে তিনি এএসআই (নিরস্ত্র)/৪৯৮ আক্কাচ আলীএর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং তার রুহের মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য যেএএসআই (নিরস্ত্র)/৪৯৮ আক্কাচ আলী গত ১৯৮৩ বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করে দীর্ঘ ৩৮ বছর ১১ মাস ২৪ দিন সুনামের সাথে চাকুরী করেছেন।
সকালে তার নামাজের জানাযা পুলিশ লাইনে অনুষ্টিত হয়।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।নাজাযা শেষে মৃতদেহ তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মুহম্মদপুর চালিমিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়।#

