বিনোদন ডেস্ক:একসঙ্গে ঈদের শুভেচ্ছা জানালেন ভারতের অন্যতম দুই মেগাস্টার সালমান খান ও আমির খান। দীর্ঘদিনের বন্ধু আমিরের সঙ্গে ঈদের ছবি শেয়ার করলেন বলিউডের ভাইজান সালমান।
এর আগে শোনা গিয়েছিল, একসঙ্গে একটি সিনেমায় কাজ করতে পারেন সালমান আর আমির। আমির থাকবেন হলিউড চলচ্চিত্র ক্যাম্পেইনের হিন্দি অ্যাডপশনের প্রযোজনার দায়িত্বে। আর সালমান থাকবেন এই সিনেমার মুখ্য চরিত্রে। প্রথমে আমিরের এই সিনেমায় অভিনয় করার কথা ছিল। কিন্তু তিনি হঠাৎই সরে দাঁড়ান। পরে প্রস্তাব নিয়ে যান সালমানের কাছে।
এদিকে সালমানও লুফে নিয়েছেন আমিরের প্রস্তাব। চিত্রনাট্য পছন্দ হওয়ায় একবাক্যে রাজি হয়েছেন তিনি। জানা গেছে, ২০২৩ সালেই শুরু হবে এ সিনেমার শুটিং। এদিকে ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমানের ‘কিসি কি ভাই কিসি কা জান’ সিনেমাটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

