নিজস্ব প্রতিবেদক: শুক্রবার ঢকায় একুশে বই মেলার সমাপনী দিনে দীপ্ত প্রকাশনীর আয়োজনে মোড়ক উন্মোচন ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে যশোরের তরুণ লেখক শাহিন রেজা লিখনসহ ৪ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২১ শের বই মেলায় শাহিন রেজার লিখনের প্রথমবারের মত ’কাটা তারের বেড়া’ বইটি প্রকাশিত হয়। সম্মাননা প্রাপ্ত অপর তিন লেখকের মধ্যে ফজিলাতুন নেসার অপূর্ব এক অপেক্ষা’ তাসনিম রোসার ’ believed and you achieve এবং তানজিয়া সিদ্দিকার ÕWord Structure Analysis বই প্রকাশ হয়েছে।
সম্মাননা স্মরক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সালমা বেগম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের বাংলা বিভাগের প্রধান ড. রিটা আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দীপ্ত প্রকাশনীর প্রকাশক রিয়াজুল ইসলাম।
:

