বেনাপোল প্রতিনিধি:- পরিবেশ ও প্রকৃতির ভারসম্য রক্ষাকরে বন্য প্র্রানী। আর এই বন্য প্রানী নিধন করছে শিকারীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ করে গ্রাম এলাকা থেকে ফাঁদ পেতে পাখি ধরে বাজারে বিক্রি করছেন তারা। মঙ্গলবার সকালে
বিলপ্তি প্রায় ১ ডজন ঘুঘু পাখি বাজারে বিক্রি উদ্দেশ্যে রওনা হয়ে বেনাপোল চেকপোষ্ট এলাকায় পৌছালে
শিকারীদের কাছ থেকে ঘুঘু পাখিগুলো উদ্ধার করেন কাউন্সিলর কামাল হোসেন। পরে স্থানীয়দের নিয়ে বড়আচড়া গ্রামের বনে পাখিগুলো উন্মোক্ত করেছেন তিনি। পাখিগুলো উন্তোক্ত করতে পেরে খুশি কাউন্সিলর সহ পথচারি
ও স্থানীয়রা। পাখিসহ বন্য প্রানী শিকার রোধে সবাইকে সজাগ থাকাসহ শিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহনের দাবী সচেতন মানুষের।
এক ডজন ঘুঘুপাখির প্রাণ রক্ষা করলেন বেনাপোলের কাউন্সিলর

