শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

এক নজরে কেশবপুরে রফিকুল ইসলামের নির্বাচনী ইশতেহার

আরো খবর

 

“ পরিকল্পিত উন্নয়ন , মডেল ও ডিজিটাল কেশবপুর পৌরসভা গড়া ”

আমার নির্বাচনী প্রতিশ্রুতি সমূহ -২০২১ উন্নয়নের ধারাবাহিকতা রাখি , নান্দনিক পৌরসভা গড়ি

* পৌরসভার সকল মসজিদের ঈমাম ও মুয়াজ্জিন , মন্দিরের পুরােহিত , সেবায়েত , গীর্জার ফাদার এবং সাংস্কৃতিক সংগঠনদের পৌর তহবিল থেকে ভাতা প্রদান করা হবে ।
*
রক্তকরবী মুক্তমঞ্চকে আধুনিকায়ন ও তৎসংলগ্ন নদীর দু পাশে মনােরম হাটার পথ তৈরী করা হবে

* সকল নাগরিকদের বিনােদনের জন্য পৌরপার্ক নির্মাণ করা হবে । কেশবপুর পৌরসভায় সন্ত্রাস ও মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ক্রীড়াঙ্গনে খেলাধুলা এবং সাংস্কৃতিক পরিমন্ডলে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব

* পৌরসভায় বসবাসকারী বীর মুক্তিযােদ্ধাদের নিকট থেকে আদায়যােগ্য কর মওকুফ করা হবে । * পৌর অভ্যন্তরে পাইকারী মাছ ও কাঁচা বাজারকে আধুনিকায়ন করা হবে

* আধুনিক ও যুগােপযােগী পৌর মার্কেট নির্মাণ করা হবে ।

* ব্যস্ততম নগরীর নাগরিকদের নিরাপদে পথচলা ও যানজট মুক্ত শহর গড়ার লক্ষ্যে প্রত্যেক যান বাহনের জন্য আলাদা রং ও স্ট্যান্ড নির্মাণ করা হবে

* পৌরসভার অভ্যন্তরীন সকল রাস্তা কংক্রিটের তৈরী হবে বিশেষ করে কেশবপুর বাজারের মধ্যস্থিত মধু সড়কটি আধুনিকায়ন করা হবে

* পৌরসভার সকল নাগরিকদের জন্য ড্রেনের ব্যবস্থা গ্রহণ ও বর্জ ব্যবস্থাপনা পরিকল্পনার আওতায় আনা হবে । কেশবপুর পৌরসভার সকল নাগরিকদের রাত্রিকালীন চলাচলের সুবিধার্থে ও নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে সােলার প্যানেলের মাধ্যমে পর্যাপ্ত আলাের ব্যবস্থা করা হবে

* পৌর শহরে বসবাসরত সকল নাগরিকের বাড়ির আঙ্গিনায় ফুলের বাগান করতে উৎসাহিত করা হবে

* শহরকে সু – সজ্জিত করার লক্ষ্যে রাস্তার দু – ধারে বনায়ন করা হবে ।

* পৌরসভায় বসবাসরত প্রত্যেকটি পরিবারের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হবে

* পৌরসভার বসবাসরত ছিন্নমুল মানুষের জন্য পৌরসভার সকল সুবিধা প্রদান ও বাসস্থানের ব্যবস্থা করা হবে

* আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে পৃষ্ঠপােষকতা করা হবে

* পৌরসভা কর্তৃক একজন এম.বি.বি.এস ডাক্তার নিয়ােগ দেয়া হবে এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হবে । কেশবপুরে জন্মগ্রহণকারী প্রথিতযশা ডাক্তারদের সহযােগিতায় মাসে একবার মেডিকেল ক্যাম্প করা হবে

* কেশবপুরের ঐতিহ্য বিলুপ্ত প্রায় কালােমুখাে হনুমানের জন্য অভয়ারণ্য তৈরী ও খাবারের ব্যবস্থা করা হবে
কেশবপুর পৌরসভা উন্নয়নে বিশিষ্ট নাগরিকদের মতামতের ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা এবং বিশিষ্ট নাগরিকদের নিয়ে বার্ষিক কর্ম মূল্যায়ন সভা করা হবে ।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ