শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

এবার অভিযানের আওতায় আসছে মানহীন হাসপাতাল

আরো খবর

একাত্তর ডেস্ক:
যেসব হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার মানহীন সেবা দিচ্ছে, সেগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে বন্ধ করে দেওয়া হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশে প্রায় ১১ হাজারের বেশি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। সেগুলোর মান নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত।“যারা মানহীন তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া, সতর্ক করে দেওয়া বা তাদের সংশোধনের সময় দেওয়া হবে।”

এর আগে নিবন্ধনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলোর বিরুদ্ধে গত বুধবার থেকে অভিযান শুরু করে স্বাস্থ্য অধিদপ্তর।
জাহিদ মালেক বলেন, “ইতোমধ্যে একটি কর্মসূচি চলছে। আমরা কাউকে হেনস্তা করতে চাচ্ছি না। আমরা চাই দেশের মানুষ যাতে সঠিক চিকিৎসা পায়, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যেন দুর্নাম না হয়।”

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ