শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

এমপি ইয়াকুব আলীকে মণিরামপুর কল্যাণ সমিতির ফুলেল শুভেচ্ছা

আরো খবর

তাসনিমুল হাসান প্রান্ত:যশোর—৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী ফুলেল শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন। ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করার পর থেকেই নানা শ্রেণি পেশার মানুষ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। তারই অংশ হিসেবে শুক্রবার রাতে এমপির যশোরস্থ বাসভবনে মণিরামপুর কল্যাণ সমিতি—যশোর এর নেতৃবৃন্দরা ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডা: এ এইচ এম আব্দুর রউফ, সহ—সভাপতি জয়নাল আবেদীন, এস এম শামসুর রহমান, ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল গণি, যুগ্ম সাধারণ সম্পাদক আবু শাহিন, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান লাভলু, সাংস্কৃতিক সম্পাদক শুভঙ্কর গুপ্ত, চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা: দীপক কুমার মন্ডল, ক্রীড়া সম্পাদক এস এম খবিবুল ইসলাম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আতিয়ার রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ইয়াকুব আলী মণিরামপুর কল্যাণ সমিতি—যশোর এর সিনিয়র সহ—সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরো পড়ুন

সর্বশেষ