কেশবপুর প্রতিনিধি: কেশবপুর উপজেলার ১০ নম্বর সাতবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে ২৫ শে জুলাই সাতবাড়িয়া অবস্থান করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার এমপি। এ বিষয় নিয়ে শুক্রবার সকল ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা কর্মী নিয়ে মত বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতবাড়িয়া ইউনিয়নের আহবায়ক সাবেক চেয়ারম্যান শামসুদ্দিন দফাদার, যুগ্ন আহবায়ক শামসুন্নাহার লিলি, কামরুজ্জামান টিটু ও উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কার্যকরী সদস্য সদস্য মশিয়ার দফাদার। সভায় ইউনিয়নের নয়টি ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ উপস্থিতি ছিলেন।

