নিজস্ব প্রতিবেদক: যশোর: যশোর সরকারি এম এম কলেজ ও জিলা স্কুলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকীতে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ মে) সকাল থেকে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আলোচনা সভা শেষে দুপুর পর্যন্ত কাজী নজরুলের কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়।
যশোর সরকারি এম এম কলেজে এতে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. আবু বক্কও সিদ্দিকী ও শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর এস এম শফিকুল ইসলাম।
অনুষ্ঠানের আহবায়ক বাংলা বিভাগের প্রধান প্রফেসর আখতার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলা বিভাগের প্রফেসর এস এম আব্দুর রাজ্জাক, ইতিহাস বিভাগের সহকারি অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম, বাংলা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী আফসানা মিমি ও প্রথম বর্ষের ছাত্রী উম্মে সাদিয়া।
যশোর জিলা স্কুলে আলোচনা সভায় প্রধান শিক্ষক শোয়াইব হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক সেখ শফিয়ার রহমান, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম খান ও জামাল উদ্দিন।

এ সময় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন বিশ্বমানের কবি। তিনি অসংখ্যক কবিতা, নাটক, উপন্যাস, প্রবন্ধ ও সংগীত লিখেছেন। তার লেখা ছিলো সর্বজন স্বীকৃত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনের পর ভারত থেকে দেশে এনে তাকে জাতীয় কবির মর্যাদা দেন। বাঙালি জাতি যতদিন থাকবে কবিকে ততদিন শ্রদ্ধার সাথে মনে রাখবে।

