বেনাপোল প্রতিনিধি :
দেশের চলমান পরিস্থিতির মধ্যেই বেনাপোল স্থলবন্দর দিয়ে হঠাৎ আমদানি বানিজ্য কমলেও বৃদ্ধি পেয়েছে রপ্তানি বাণিজ্য। গত ৬দিনে রফতানি হয়েছে ১২৩৩ট্রাক পন্য।পরিস্থিতি উন্নতির আশা করেন কাস্টমস ও বন্দর সংশ্লিষ্টরা
দেশের প্রধান স্থলবন্দর বেনাপোল দিয়ে গত ১মাস আগে প্রতিদিন ভারত থেকে ফল মাছ খাদ্যপন্য মেশিনারিজসহ সাড়ে তিন থেকে৫শ টাক পন্য আমদানি হতো। ভারতে রফতানি হতো ১৩০থেকে দেড়শ ট্রাক বিভিন্ন ধরনের পন্য। দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি রাশিয়া-ইউক্রেন, ফিলিস্তিন যুদ্ধের কারণে ডলার সংকটে সময়মতো এলসি খুলতে না পারায় কমেছে আমদানি বেড়েছে রপ্তানি বাণিজ্য।
বন্দর ব্যাবহারকারি সাজেদুর রহমান ও সিএন্ডএফ এজেন্ট ব্যাবসায়ি মতিয়ার রহমান জানান বানিজ্যে বিশ্বব্যাপি মন্দা চলছে। ডলার সংতট সহ যুদ্ধের কারনে সমস্যা প্রকট হচ্ছে। তবে স্বস্তি ফেরার আশা করেন তারা
বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারত থেকে সাড়ে ৪০০ থেকে ৫০০ ট্রাক বাংলাদেশে প্রবেশ করত। এখন প্রতিদিন আমদানি হচ্ছে ২০০ থেকে সাড়৩ ট্রাক পন্য। প্রতিদিন রপ্তানি হতো ১২০থেকে২শ ট্রাক পন্য । এখন প্রতিদিন রপ্তানি হচ্ছে ১৯০ থেকে ২৭০ট্রাক পণ্য । বেনাপোল বন্দর থেকে কলকাতার দূরত্ব ৮৪ কিলোমিটার হওয়ায় এ পথে আমদানি রফতানিতে আগ্রহ বাড়ছে ব্যাবসায়িদের
স্থলবন্দরের মাধ্যমে বাংলাদেশের সিংহভাগই বানিজ্য হয় বেনাপোল স্থলবন্দর দিয়ে।দেশেন চলমান পরিস্থিতিতে বিভিন্ন কারনে কমেছে আমদানি। চালানের টাকা কম জমা দেওয়াসহ গ্রাহক পরিসেবা হয়েছে কম এখন অবস্থা যাচ্ছে উন্নতি দিকে যাচ্ছে বলে জানান, বেনাপোল সোনালী ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার,জহির রায়হান।
বৈশম্য বিরোধী আন্দোলনের পর থেকে এ বন্দর দিয়ে আমদানি বাণিজ্য কমতে শুরু করেছে। ভারতে রপ্তানি বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। সব কিছু স্বাভাবিকের দিকে যাওয়ার আশা করেন বন্দর পরিচালক রেজাউল করিম পরিচালক স্থলবন্দর বেনাপোল।
বন্দর সংশ্লিস্টরা জানান গত এক সপ্তাহে দিনে ২৮০২ ট্রাক পন্য দু দেশের মধ্যে আমদানি রফতানি হয়েছে। যা ভারতে গেছে১২৩৩ ট্রাক পন্য। বাংলাদেশে এসেছে ১৯৫৯ ট্রাক পন্য। গতকাল বুধবার রফতানি হয়েছে২০১ট্রাক পন্য এসেছে ৩৭০ ট্রাক পন্য।

