শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরে আলোচনা সভা

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:বিশ্ববিখ্যাত চিত্রী এসএম সুলতানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘সুলতানের শিল্প ও জীবন-দর্শন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে  প্রাচ্যসংঘের অঙ্গ প্রতিষ্ঠান আবুল হুসেন রাষ্ট্রসভা।
শুক্রবার বিকেলে প্রাচ্য আকাদেমির ওবায়দুল বারী হলে এই সভা হয়।
রাষ্ট্রসভার পরিচালক জাহিদ আককাজের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন নড়াইলের এসএম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ অনাদি বৈরাগী এবং প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা ও সুপ্রিম কাউন্সিল সদস্য বেনজীন খান।
অনাদি বৈরাগী বলেন, সুলতান না থাকলে উপমহাদেশের শিল্পের উচ্চতা আজকের পর্যায়ে উঠতো না। বৈষয়িকতা তাঁকে টানেনি। টানলে তিনি ইউরোপ-আমেরিকায় বিলাসী জীবনযাপন করতে পারতেন। তাঁর জন্ম হয়েছে জাতির মাথা উঁচু করতে। তিনি ছবি না আঁকলেও সাধক হিসেবে অমর হয়ে থাকতেন।
তিনি বলেন, শিল্পী স্বপ্ন দেখতে ভালোবাসেন। কৃষকের অন্তর্নিহিত শক্তিকে সুলতান ছবির মাধ্যমে তুলে ধরেছেন। কৃষককেই তিনি নায়ক হিসেবে উপস্থাপন করেছেন।
‘অ্যাকাডেমিক চর্চার ঊর্ধ্বে উঠার দুঃসাহস আমরা শুধু সুলতানের মধ্যেই দেখতে পাই। তিনি নিজস্ব ঘরানা, ভাষা তৈরি করে গেছেন সার্থকভাবে। সুলতানের জীবনটাই শিল্প। তিনি শিল্পী হওয়ার আগে সুন্দর মানুষ হওয়ার তাগাদা দিয়েছেন’, বলেন অনাদি।
বেনজীন খান তাঁর আলোচনায় বলেন,  দর্শন-চিন্তার জগতে  বিকশিত পুরুষ ছিলেন সাধক লালন ফকির। চিত্রশিল্পে তেমনি এই ধারার প্রাণপুরুষ এসএম সুলতান।
‘সুলতান বিশ্বাস করতেন, জাল যার জলা তার। লাঙল যার, জমি তার।’
বেনজীন খান শিল্পী সুলতানকে এই মাটির প্রকৃত প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। আলোচনার মাধ্যমে তুলে আনেন সুলতান কীভাবে বাংলার প্রকৃত নায়কে পরিণত হয়েছিলেন।
আলোচনা সভা সঞ্চালন করেন সেলিম রেজা সেলিম। শুরুতে সুলতানের জীবনী সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন কামরুজ্জামান বাবলু।
অনুষ্ঠানমঞ্চে আরো ছিলেন প্রাচ্য আকাদেমির অধ্যক্ষ, বিশিষ্ট সঙ্গীতজ্ঞ আশরাফ হোসেন ও প্রাচ্যসংঘের ভারপ্রাপ্ত সভাপতি খবির উদ্দিন সুইট।

আরো পড়ুন

সর্বশেষ