সোমবার, ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে রজব, ১৪৪৭ হিজরি

ঐক্যবদ্ধভাবে থাকলে অপশক্তিকারীদের নিশ্চিত পরাজয় হবে-মিলন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোর: যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেছেন, ‘নৌকার বিজয় মানে বঙ্গবন্ধুর স্বপ্নের বিজয়, নৌকার বিজয় মানে শেখ হাসিনার বিজয়, নৌকার বিজয় মানে স্বাধীনতা ও উন্নয়নের বিজয়। তাই সকল অপশক্তি রুখে দিয়ে আগামী ৫ জানুয়ারি লেবুতলা ইউপি নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে থাকলে অপশক্তিকারীদের নিশ্চিত পরাজয় হবে। নৌকার বিজয় কোনভাবেই কেউ ছিনিয়ে নিতে পারবে না। নিজেদের দলের মধ্যে কোন বিভেদ রাখা যাবে না। সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে নৌকার পক্ষে অব¯’ান নিতে হবে। নৌকা বিজয়ী হলে সবাই সুখে-শান্তিতে থাকতে পারবেন।’
সোমবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।

খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয় অডিটোয়ামে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার বাহাউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আতিকুর রহমান বাবু, সদস্য সামির হোসেন পিয়াস, নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলীমুজ্জামান মিলন ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম।
লেবুতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাবেক চেয়ারম্যান স্বপন কুমার মিত্র, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধন কুমার ঘোষ, ৪নং ওয়ার্ডের সভাপতি মতিয়ার রহমান, জেলা স্বে”ছাসেবক লীগের সদস্য বাবুল আক্তার, লেবুতলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ন আহবায়ক খাইরুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল কুদ্দুস, লেবুতলা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক শামীম হোসেন প্রমুখ। বর্ধিত সভায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের প্রায় সহ¯্রাধিক নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন।

দেয়াড়া ইউনিয়নে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ।
বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু ও প্রচার সম্পাদক মুন্সি মহিউদ্দিন।
দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাফর ইকবালের সঞ্চলনায় বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আবুল হোসেন খান, উপ-প্রচার সম্পাদক লুৎফুল কবির বিজু, জেলা যুবলীগের সদস্য কেরামত আলী, সদস্য এস এম রবি সিদ্দিকী, নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী, সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, যুবলীগের সদস্য রনি আহমেদ ও দেয়াড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহবায়ক মোফাজ্জেল হোসেন মোফা।
এর আগে ইছালী ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌকার প্রার্থী ফেরদৌসি ইয়াসমিন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য রবিউল ইসলাম, ইছালী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুন অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ইছালী ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সদস্য ফেরদৌস হোসেন বাবু।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ