শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ওয়াক্কাস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মনিরামপুরে কম্বল বিতরণ

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:মুফতী মোহাম্মদ ওয়াক্কাস (রহ.) ওয়েলফেয়ার ফাউন্ডেশন শীতের রাতে অসহায় ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়িয়েছে। সোমবার রাতের দিকে যশোরের মনিরামপুরে শহরের নিরাপত্তা নিশ্চিতকারী নাইট গার্ড এবং কাঁচাবাজারে জীবিকা নির্বাহরত শ্রমিকদের মধ্যে শীত উপহার হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
আমরা যখন নিশ্চিন্তে আরামদায়ক ঘুমে ডুবে থাকি, সেই সময়ে শহরের নিরাপত্তা ও সাধারণ মানুষের স্বস্তির জন্য নাইট গার্ডরা রাতের আঁধারে দায়িত্ব পালন করেন। তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে একদল শ্রমজীবী মানুষ কাঁচাবাজারে টুকরি কাঁধে মালামাল বহন করেন। কিন্তু এই পরিশ্রমী মানুষগুলো অনেক সময় সহানুভূতি বা সাহায্যের বাইরে থেকে যান।
এই বাস্তবতা বিবেচনা করে ফাউন্ডেশনের পক্ষ থেকে সোমবার রাতে এই দুই শ্রেণির মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফাউন্ডেশনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজের অবহেলিত ও পরিশ্রমী মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ