রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ওয়েভ ফাউন্ডেশন এর উদ্যোগে ” এ্যাডভোকেসি নেটওয়ার্ক এবং সিভিল সোসাইটি অরগানাইজেশন সদস্যদের সমন্বয় সভাঃ”

আরো খবর

 

কলারোয়া প্রতিনিধি

আজ সাতক্ষীরা শহরস্থ কাটিয়া মাষ্টারপাড়া মোড়ে নাগরিক উদ্যেগ প্রকল্প অফিসে ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে “এ্যাডভোকেসি নেটওয়ার্ক ও সিভিল সোসাইটি অরগানাইজেশান ত্রিমাসিক সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়। বিভাগীয় ফ্যাসিলিটেটর মোঃ জহির উদ্দীন এর পরিচালনায় সাতক্ষীরা সনাক এর সভাপতি পবিত্র কুমার দাশের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এ্যাডঃ ড,দীলিপ কুমার দেব (ব্লাষ্টার), কলারোয়া উপজেলা কমিটির সভাপতি এ্যাডঃ শেখ কামাল রেজা, শেখ শাহাজাহান আলী শাহিন,বিশ্বজিৎ দাস (তালা),দলিত সম্প্রদায়ের দুলাল ( কালিগঞ্জ),সঞ্জয় সরকার ( দেবহাটা), আদিবাসী প্রতিনিধি শেখ আফজাল হোসেন,( সদর উপজেলা), জুলফিকার রায়হান (তালা), শেখ আবুল কামাল ( সদর উপজেলা) জয়ন্তী দাস,ইসলাম কাটি ইউ,পি সদস্য জয়ন্তী। বিভিন্ন প্রস্তাব গ্রহন করা হয়। আগামী তে প্রত্যেেক উপজেলায় প্রশিক্ষণের উদ্যেগ গ্রহন করা হয়। ইউনিয়ন পর্যায়ে লবিং সভা, সামাজিক পরিবীক্ষণ, সহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন কে কারিগরি ও আর্থিক সহায়তা করে আসছে খ্রীষ্টান এইড ও ইউরোপীয়ান ইউনিয়ন। খুলনা বিভাগের খুলনা, যশোর, ও সাতক্ষীরা জেলায় ওয়েভ ফাউন্ডেশন পিছিয়ে পড়া জনগোষ্ঠী,নৃ- গোষ্ঠী, আদিবাসী, তৃতীয় লিঙ্গদের নিয়ে কার্যক্রম পরিচালনা করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ