শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

ঔষধ ও কসমেটিকস আইন বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আরো খবর

চৌগাছা প্রতিনিধি: জাতীয় স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় সংসদে ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ পাশ হওয়ায় যশোরের চৌগাছা উপজেলা বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির পক্ষ থেকে এক অবহিত করণ সভ সকাল এগারোটায় চৌগাছা সদরে অনুষ্ঠিত হয়।

বিসিডিএস চৌগাছার সভাপতি আকরামুল ইসলাম মন্টুর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল, বাংলাদেশ ইউনানি মেডিকেল এসোসিয়েশন যশোর জেলার সভাপতি মোঃ আবু তোহা, বিসিডিএস নেতা রোকোনুজ্জামন, আব্দুর রশিদ, রইসুল ইসলাম, বিইউএমএ চৌগাছা শাখার নেতা হাকিম শামসুর রহমান, ডা হাফিজুর রহমান ও মাহমুদুল হাসান প্রমুখ।

সভায় যশোর জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মহেশ্বর কুমার মন্ডল বলেন, বিনা প্রেস্কিপশনে সকল ধরনের এনটি বায়োটিক বিক্রি করা যাবে না বলে সকল ফার্মেসী মালিকদের অবহিত করেন।

বিইউএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা শাখার সভাপতি মোঃ আবু তোহা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ ঔষধ তৈরির পাশাপাশি যাতে ঔষধের অপব্যবহার না হয় সেদিক বিবেচনা করে নতুন ঔষধ ও কসমেটিকস আইন ২৩ পাশ করার ব্যবস্থা করায়  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাই।

আরো পড়ুন

সর্বশেষ