এস এম হুমায়ুন বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়াতে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০সেপ্টেম্বর) সকাল ১১টায় এস আই সুমন মন্ডলের সঞ্চালনায় কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহসীন হোসেনের সভাপতিত্বে থানা সম্মেলন কক্ষে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, এ বছর কচুয়ায় মোট ৪৪ টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
এ সময় পূজা উদযাপন পরিষদ কচুয়া উপজেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীলিপ মালী ও সাধারণ সম্পাদক পুলীন বিহারি সাহা ও সহ সভাপতি বিঞ্জুন বৈদ্য বীর মুক্তিযোদ্ধা নীমাই চন্দ্র ও ওসি তদন্ত প্রভাষ মল্লিক সহ আরো অনেকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন।
বিভিন্ন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

