কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের কচুয়া সদর ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ড ছাত্রলীগের আংশিক কমিটি গঠন।
৩১শে জুলাই রাত নয়টায় কচুয়া সদর ইউনিয়ন ছাত্র লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন শাওন এবং যুগ্ম আহবায়ক রাকিব কাজী, আলী রাজ শেখ, নাজমুল হাসান মিলন,সাগর দত্ত এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণা করা হয়।
৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ হাসিব শেখ ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শেখ ৮নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মিলন শিকদার ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় মোঃ সজিব বালি ও সাধারণ সম্পাদক মোঃ নাইম।
এছাড়া আংশিক কমিটিতে অন্য অন্যদের মধ্যে স্থান পেয়েছেন, সহসভাপতি মোঃ সাব্বির শেখ সহসভাপতি আঃ ছত্তার মোল্লা সহসভাপতি মোঃ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক এবাদত ফকির যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সম্রাট, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, রিয়াজুর শেখ, ছাব্বির শেখ, এছাড়া উল্লেখিত আংশিক কমিটি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্নাঙ্গ ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

