শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কচুয়ায় বধ্যভুমিতে মোমবাতি প্রজ্জলন

আরো খবর

 এস এম হুমায়ুন, বাগেরহাট প্রতিনিধি:শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৩ উপলক্ষ্যে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল ১৪ ডিসেম্বর  সকাল ১০টায় কচুয়া উপজেলা স্মৃতিসৌধে পুষ্পার্জ্ঞ অর্পন এবং বিকাল সাড়ে ৪ টায় কচুয়া উপজেলার কচুয়া সদর বধ্যভুমিতে, মঘিয়া বধ্যভুমিতে ও বাধালের শাখারী কাঠি বধ্যভুমিতে মোমবাতি প্রজ্জলন এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরনে আলোচনা সভা দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কচুয়া উপজেলা
মুক্তিযোদ্ধা কমান্ডার ও কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জীর সভাপতিত্বে কচুয়া সদর বধ্যভুমিতে, মঘিয়া বধ্যভুমিতে ও বাধালের শাখারী কাঠি বধ্যভুমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার।
আলোচনা সভায় বক্তৃতা করেন কচুয়া থানা অফিসার ইন চার্জ মো: মহাসীন হোসেন, কচুয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক অধ্যক্ষ মো: সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক উপজেলা আওয়ামীলীগ শিকদার কামরুল হাসান কচি, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা  সেখ আনোয়ার হোসেন, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা মঘিয়া ইউনিয়ন  কমান্ডার মো: মতিয়ার রহমান, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা আ: ছত্তার তালুকদার, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা নিমাই চন্দ্র দাস, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা তরফদার মোশারফ হোসেন, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা অমল কৃষ্ণ রায়, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা সুবোধ চন্দ্র রায়, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা কুঞ্জু লাল মিস্ত্রী, বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা আলতাপ হোসেন কোটাল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠানিক সম্পাদক সেখ কামরুল ইসলাম, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড: পঙ্কজ কান্তি অধিকারি, বাধাল ইউনিয়ন চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, বাধাল ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কোতয়াল ইলিয়াস আহম্মেদ, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আফসানা আক্তার মিমি সহ বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

আরো পড়ুন

সর্বশেষ