শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কচুয়ায় শিশুকে যৌন নিপীড়ন, আটক ১

আরো খবর

 কচুয়া,বাগেরহাট)প্রতিনিধি:বাগেরহাটের কচুয়ায় ৯ বছরের শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে।১২ অক্টোবর সকাল ১০.৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটেছে বলে জানাগেছে।ভিকটিমের বাড়ি কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়নের বিশারখোলা গ্রামে।
এ বিষয়ে জানাযায়,গজালিয়া ইউনিয়নের গজালিয়া গ্রামের মৃত হাসমত শিকদারের ছেলে গাউস শিকদার (৪৫) এ ঘটনার সাথে জরিত।অভিযুক্ত গাউস শিকদার প্রতিদিনের মতো ভিকটিমদের বাড়ীতে দিনমজুরের কাজ করার জন্য আসে।
এদিন সকাল ১০ টার দিকে সে মাছের ঘেরের কাজের ফাঁকে সকালের নাস্তা করার জন্য ভিকটিমের বাড়ীতে আসে।এ সময় ভিকটিম স্কুলে যাওয়ার জন্য গোসল করছিল।অভিযুক্ত গাউস হাতমুখ ধোয়ার জন্য একই গোসল খানায় প্রবেশ করে।ভিকটিম সে সময় গোসল শেষে জামা-কাপড় পরছিল।
গাউস তাকে একা পেয়ে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়।ভিকটিম দ্রুত তার হাতে কামড় দিয়ে বাথরুম থেকে বের হয়ে আসে।পরবর্তীতে অভিযুক্ত গাউস খাওয়া দাওয়া করে ঘেরে চলে যায়। ভিকটিম ও স্কুলে চলে যায়। টিফিন পিরিয়ডে ভিকটিম বাড়িতে এসে তার মাকে ঘটনা খুলে বলে।তার মা তাৎক্ষণিক ভাবে গজালিয়া পুলিশ ক্যাম্পে বিষয়টি জানায়।গজালিয়া পুলিশ ক্যাম্পের আইসি অভিযুক্ত গাউসকে প্রাথমিক ভাবে আটক করে কচুয়া থানায় নিয়ে আসে।এ রির্পোট লেখা পর্যন্ত বিষয়টি নিয়ে এখনো কোন লিখিত অভিযোগ দায়ের হয়নি।
স্থানীয়দের ভাষ্যমতে,অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এর আগেও একটি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছিল।
কচুয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) মহসীন হোসেন বলেন,এ ঘটনায় প্রাথমিক ভাবে একজনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ