বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের কচুয়াতে কচুয়া দাখিল মাদরাসা হলরুমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন ২য় পর্যায়ের শুভ উদ্বোধন ও আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবলস্যুটিং এন্ড মেইনটেন্যন্স বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা অনুষ্ঠিত হয় এবং উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আইসিটি শিক্ষকদের নিয়ে দশ দিন ব্যাপী প্রশিক্ষণ এর কার্যক্রম শুরু করে আজ প্রথম দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে শিকদার হাদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা চেয়ারম্যান নাজমা সরোয়ার বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, একাডেমিক সুপার ভাইজার মেহেদী মান্না,কচুয়া দাখিল মাদরাসার সুপারেন্টেন্ড মাওলানা সাখাওয়াত হোসেন, প্রোজেক্ট ম্যানেজার সাইমুন খান আবির।

