শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 কচুয়ায় মাছের পোনা অবমুক্তকরণ ও বিতরন

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:মাছ ‘চাষে গড়বো দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে বিষয়কে  সামনে রেখে কচুয়া উপজেলায় বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে ছোট-বড় মোট ২৮টি জলাশয়ে  মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরের ১ লাখ ২০ হাজার টাকার সমপরিমানের ৪১৪ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
২২ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১ টায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা,কচুয়ার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুজ্জামান (অতিঃ দায়িত্ব)সভাপতিত্বে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফিরোজ আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তাছলিমা বেগম।
এছারা উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস,কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ,উপজোলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,সমবায় কর্মকর্তা,কচুয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক সুজন দিদার,কচুয়া উপজেলা মৎসজীবিলীগের সভাপতি রিপন সিকদার,খামার ব্যাবস্থাপক নির্মল কুমার কুন্ডু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ