শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কপিলমুনিতে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

আরো খবর

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ “সেবাই মানবতার ধর্ম “এই শ্লোগানকে সামনে রেখে কপিলমুনিতে প্রায় ২০০ শত অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার সকাল ৯ টায় সোহেল রানা সড়ক দূর্ঘটনা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ও পিটিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভেকেশনাল স্কুল ও কলেজের ব্যবস্থাপনায় চিকিৎসা সেবা কার্যক্রম শুভ উদ্বোধন করেন খুলনা জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক, নর্দান মেডিকেল কলেজ এর অধ্যক্ষ ডাঃ শেখ মোঃ শহীদউল্ল্যাহ।

পিটিডি সুন্দরবন টেকনিক্যাল এন্ড ভেকেশনাল স্কুল ও কলেজ এর অধ্যক্ষ শিমুল বিল্লাহ বাপ্পী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ বিপ্লব বিশ্বাস, খুলনা হেলথ্ কেয়ার হসপিটালের এম, ডি মোঃ জাহিদ হোসেন, পাইকগাছা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার, সোহেল রানা সড়ক দূর্ঘটনা কল্যাণ ট্রাষ্ট’র প্রতিষ্ঠাতা সেলিনা আহমেদ, ইউপি সদস্য শেখ রবিউল ইসলাম, মহিলা ইউপি সদস্য কাকলী রাণী বিশ্বাস।

সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন কুয়েটের সহকারী অধ্যাপক আবু হেনা মোস্তফা কামাল মুকুল। এসময় ডাঃ আশফাক আহমেদ, ডাঃ মোস্তাফিজুর রহমান, ডাঃ ফারিয়া সুলতানা, ডাঃ ইসতিয়াদ আহমেদ, ডাঃ নোহাই নিমুল রহমান ও চঞ্চল বিশ্বাস ( ডেন্টিস্ট) চিকিৎসা সেবা প্রদান করেন।

আরো পড়ুন

সর্বশেষ