কপিলমুনি (খুলনা) প্রতিনিধি:কপিলমুনিতে সোহেল রানা সড়ক দূর্ঘটনা কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মা ও শিশু নিরাপদ মাতৃত্ব বিষয়ক মত বিনিময় সভা ও শিশু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৯ টায় কপিলমুনির কাশিমনগর মৎস্য আড়ৎ সংলগ্ন ট্রাস্টের কার্যালয় চত্ত্বরে ট্রাস্টে প্রতিষ্ঠাতা সেলিনা আহম্মেদের সভাপতিত্বে ও সাংবাদিক পলাশ কর্মকারের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপী, ডাঃ ঋত্তিকা জামান, কপিলমুনি স্বর্ণ ব্যবসায়ী সমিতির সহ সভাপতি দিপংকর দত্ত, মৎস্য আড়ৎ ব্যবসায়ী সমিতির সাঃ সম্পাদক শেখ আবু হোসেন, গুণীজন স্মৃতি সংসদের সভাপতি আঃ সবুর আল আমীন প্রমূখ। সভা শেষে ডাঃ ঋত্তিকা জামান এলাকার শিশু রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন।
