আঃ সবুর আল আমিন, কপিলমুনি (খুলনা):
কপিলমুনিতে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার বিদ্যাদেবীর আরাধনায় মুখরিত ছিল স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মন্দিরগুলো।
পূজার প্রধান দিকগুলো ছিল শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসব: কপিলমুনি কলেজ, কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির স্কুল এন্ড কলেজ ও মেহেরুন্নেছা গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বর্ণিল আয়োজনে পূজা অনুষ্ঠিত হয় ।
ধর্মীয় আচার: সকাল থেকেই মণ্ডপে মণ্ডপে অঞ্জলি প্রদান, হাতেখড়ি এবং প্রসাদ বিতরণের মাধ্যমে ভক্তরা দেবীর আশীর্বাদ প্রার্থনা করেন। শিক্ষার্থীরা তাদের পাঠ্যবই ও কলম দেবীর চরণে অর্পণ করে সুবিদ্যার প্রার্থনা জানায়।
সাংস্কৃতিক অনুষ্ঠান: পূজা উপলক্ষে বিভিন্ন স্থানে সন্ধ্যা আরতি এবং ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সামাজিক সম্প্রীতি: এই উৎসবে ধর্ম-বর্ণ নির্বিশেষে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কপিলমুনির ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও উজ্জ্বল করেছে।

