কেশবপুর প্রতিনিধি: রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির বলেছেন, মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। কবিতা যে, আবৃত্তি করা যায় তিনিই প্রথম তা আমাদের শিখিয়েছেন। তাঁর জস্ম জয়ন্তি শুধু সাগরদাঁড়ীতে সীমাবদ্ধ রাখলে হবে না। জাতীয়ভাবে পালনের উদ্যোগ নিতে হবে। তাহলে তরুণ প্রজন্ম তার সাহিত্য এবং দেশ প্রেম সম্পর্কে জানতে পারবে। শুক্রবার কেশবপুরের সাগরদাঁড়ীতে আয়োজতি সপ্তাহ ব্যাপী মধুমেলার তৃতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সংস্কৃতি মন্ত্রণালযের পৃষ্টোপোষকতায় জেলা প্রশান কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাবিনা ইয়াসমিন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হুসাইন শওকতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মধুসূদন দত্তের সাহিত্য রচনাবলীর উপর আলোচনায় অংশ নেন, যশোর রামকৃঞ্চ আশ্রমের মহারাজ জ্ঞান প্রকাশানন্দ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শুকুমার দাস , কবি ও গবেষক কাজী শওকত শাহী, প্রেসকাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান. দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক ও বিটিভি’র জেলা প্রতিনিধি ওহাবুজ্জামান ঝন্টু ও কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক প্রভাষক মশিয়ার রহমান।
কবিতা যে আবৃত্তি করা যায় তা প্রথম মধুসূদন দত্ত শিখিয়েছেন- ড. হুমায়ুন কবির

Previous article
Next article
