শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কমপ্লিট শাটডাউন প্রত্যাহার, সচল বেনাপোল বন্দর

আরো খবর

বেনাপোল প্রতিনিধি: ব্যবসায়ীদের অনুরোধে দেশের আমদানি-রফতানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির ও জনগণের স্বার্থ বিবেচনায় লাগাতার কমপ্লিট শাটডাউন দুই দিন পর প্রত্যাহার করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

 

এতে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি, রফতানি পণ্য পরিবহন ও বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে।

 

সিএন্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা জানান, রোববার (২৯ জুন) রাতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করায় সোমবার (৩০ জুন) সকাল থেকেই বন্দর সচল হয়। দীর্ঘ দুইদিন বন্ধ থাকার কারণে দুই দেশের ব্যবসায়ীরা বিপাকে পড়েন।

 

বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাজন হোসেন জানান, শুল্কায়ন ও পণ্য ডেলিভারি চালু হয়েছে। রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত সময় কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সোমবার (৩০ জুন) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে। যানজট ও পণ্যজট নিরসনে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দ্রুত কাজের নির্দেশ দেওয়া হয়েছে।

 

এর আগে, এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকে ২৮ ও ২৯ জুন দুইদিন আমদানি-রপ্তানি বন্ধ ছিল। এতে করে বেনাপোল বন্দরে প্রায় ২ হাজার পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। শুল্ক আদায়ও বন্ধ থাকায় সরকার প্রায় ৫০ কোটি টাকা রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ