শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কমরেড অমল সেন স্মরণে বাঘারপাড়ায় তিন দিনব্যাপী স্মরণমেলা শুরু 

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ বলেছেন,  আওয়ামী লীগের পতনের পর সাধারণ মানুষের প্রত্যাশা ছিল তারা শোষণের যাতাকল থেকে মুক্তি পাবেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মানুষের সেই প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
ইকবাল কবির জাহিদ গতকাল আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফ্যাসিবাদের ভূত এখন এইসব মৌলবাদী চক্রের উপর ভর করেছে। পুলিশ তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়ে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিচ্ছে।
কমরেড অমল সেন স্মরণমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সরলা মঞ্চে তিন দিনব্যাপী স্মরণমেলার প্রথম দিন ‘বৈষম্য সমতার সমাজ’ শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি কংকন পাঠক।
অন্যদের মধ্যে আলোচনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা কাজী নজরুল ইসলাম ফিরোজ, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক জিল্লুর রহমান ভিটু, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহবায়ক রণজিত বাওয়ালি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাশেদ খান, নারী মুক্তি পরিষদের কেন্দ্রীয় আহবায়ক স্বপ্না সুলতানা, কৃষক নেতা মিজানুর রহমান, যুবমৈত্রী নেতা মনজুরুল আলম, সিংগিয়া আদর্শ কলেজের শিক্ষক রমেশ চন্দ্র অধিকারী, সাবেক ব্যাংকার ঘণশ্যাম মজুমদার প্রমুখ।
আলোচনার আগে কমরেড অমল সেনসহ প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এর আগে বেলা ১২টায় সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীর তিনদিনব্যাপী স্মরণমেলা শুরু হয়েছে।
বাঘারপাড়া উপজেলার বাকড়ীতে প্রয়াত কমরেড অমল সেনের সমাধি সৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী।
এরপর দলের যশোর ও নড়াইল জেলা কমিটি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, বিপ্লবী যুবমৈত্রী, নারী মুক্তি পরিষদ, বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
 ১৬ জানুয়ারি বাংলাদেশের কমিউনিস্ট আন্দোলনের পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অন্যতম পুরোধা, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী।এ উপলক্ষ্যে তিন দিনব্যাপী অমল সেন স্মরণমেলা ও আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
আজীবন সংগ্রামী কমরেড অমল সেন ২০০৩ সালে ১৬ জানুয়ারি ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আরো পড়ুন

সর্বশেষ