অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগরে কম্পিউটার লিট্ল জুয়েলস্ স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে স্কুল প্রাঙ্গণে ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। স্কুলের প্রধান উপদেষ্টা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শামীম হাসান, অত্র স্কুলের পরিচালনা পর্ষদের (অর্থ) সদস্য মাহাবুবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের আহবায়ক আমিনুর রহমান খান বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন, স্কুলের প্রিন্সিপাল মাহফুজা বেগম।

