শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কলকাতায় আসছেন মেসিময়- শাহরুখ

আরো খবর

একাত্তর ডেস্ক:

ফুটবলের মহাতারকা লিওনেল মেসির আসছেন পশ্চিমবঙ্গের কলকাতায়, শহর ভাসছে উচ্ছ্বাসে। শহরবাসীর সেই আনন্দের মাত্রা বাড়িয়ে দিয়েছেন তারকা অভিনেতা শাহরুখ খান।

শাহরুখ এক্সে লিখেছেন, মেসিকে স্বাগত জানাতে তিনি উপস্থিত থাকবেন কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে।

স্বভাবসুলভ রসিকতায় শাহরুখ লিখেছে “এবার কলকাতায় আসছি ঠিকই, তবে আমার নাইটদের জন্য নয়।

“আশা করছি, এই সফরটা হবে পুরোপুরি ‘মেসিময়’। দেখা হবে ১৩ ডিসেম্বর, সল্ট লেক স্টেডিয়ামে।”

ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে, আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অন্যতম মালিক শাহরুখ। সাধারণত কলকাতার মাটিতে তিনি পা রাখেন দলের খেলার জন্য। এবার তিনি আসছেন আরেক তারকার জন্য।

শাহরুখ কেবল ক্রিকেট নয়, ফুটবলের প্রতিও অনুরাগী। মুম্বাই ও কলকাতার অনেক ফুটবল ইভেন্টে শুভেচ্ছাদূতের ভূমিকায় পাওয়া গেছে শাহরুখকে।

শহরে মেসির একটি ৭০ ফুট লম্বা ভাস্কর্য তৈরি করা হয়েছে বিধায়ক সুজিত বসুর তত্ত্বাবধানে। ৪০ দিন ধরে শিল্পী মন্টি পাল এপি তৈরি করেছেন। এই ভাস্কর্য উদ্বোধন করবেন মেসি। এর আগের বার ২০১১ সালে কলকাতা সফরে মেসি ভেনেজ়ুয়েলার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলেছিলেন।

কলকাতা পুলিশ বলছে মেসি শুক্রবার রাত দেড়টায় কলকাতায় নামবেন। বাইপাসের ধারে একটি পাঁচ তারকা হোটেলে মেসির থাকার ব্যবস্থা হয়েছে।

তার ভোজের তালিকায় ইলিশ মাছের কয়েকটি পদ, মিষ্টি, ভেষজ চাসহ আরো বহু খাবারের ব্যবস্থা করা হয়েছে।

মেসি কলকাতা থেকে যাবেন দিল্লিতে। ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন তিনি।

সূত্র: বিডিনিউজ

আরো পড়ুন

সর্বশেষ