শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কলকাতায় সড়ক দুর্ঘটনায় আশাশুনি সাবেক ভাইস চেয়ারম্যান অসীম চক্রবর্তী নিহত

আরো খবর

ফারুক রহমান, সাতক্ষীরা:
সাতক্ষীরা আশাশুনি উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তীর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রবিবার সাড়ে বারোটার দিকে ভারতের কলকাতার কল্যাণী মহাসড়কের বাইসাইকেল ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয তিনি। তিনি আশাশুনিক গ্রামের মৃত কুঞ্জন চক্রবর্তী ছোট ছেলে।

নিহত অসীম বরণ চক্রবর্তী সালোক অনাল ব্যানার্জী জানাই রোববার(২৭ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে কল্যাণীর বাসা থেকে সাইকেলযোগে শ্যালক উত্তমের ব্যবসা প্রতিষ্ঠান যাওয়ার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল পিছন দিক থেকে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালাই নিহত হয়। স্থানীয়রা উদ্ধার করে কল্যাণী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য: ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ভারতে চলে যান। সেখানে তিনি তার দুই ছেলের সাথে কলকাতার কল্যাণী শহরে নিজের বাড়িতে বসবাস করতেন।
তিনি আশাশুনি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি ও মানবকন্ঠ পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।
এছাড়া তিনি সাতক্ষীরা প্রেসক্লাবে একাধিকবার বিভিন্ন পদে নির্বাচন করে সাংবাদিক নেতা নির্বাচিত হন।

আরো পড়ুন

সর্বশেষ