একাত্তর ডেস্ক:কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক নীতিশ রানার স্ত্রীকে অনুসরণ করে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার হয়েছে ক্লাস টুয়েলভে পড়া দুই শিক্ষার্থী।
বৃহস্পতিবার রাতে নীতিশ রানার স্ত্রী যখন অরুন জেটলি স্টেডিয়াম থেকে রানার সঙ্গে দেখা করে তাঁর মডেল টাউনের বাড়িতে ফিরছিলেন নিজের গাড়িতে করে তখন এই দুজন বাইকে নীতিশ রানার স্ত্রীর পিছু নেয়। গাড়ি রেড লাইটে দাঁড়ালে তারা অশ্লীল অঙ্গভঙ্গি করে। নীতিশ রানার স্ত্রী এবং তাঁর গাড়ির চালক এরপরই পুলিশে অভিযোগ জানান। দিল্লির সহকারী পুলিশ কমিশনার জানান, পুলিশ রাস্তার সিসিটিভি দেখে ঘটনার সত্যতা বুঝতে পেরে গ্রেপ্তার করে আঠারো বছর বয়স্ক চৈতন্য শিবম এবং একই বয়সী বিবেককে।
একজনকে পান্ডব নগর ও অন্যজনকে প্যাটেল নগর থেকে গ্রেপ্তার করা হয়। অপরাধীরা কিশোর বলে নীতিশ রানা ও তাঁর স্ত্রীর পক্ষে এদের বেশি শাস্তি না দেয়ার অনুরোধ জানানো হয়েছে। (সূত্র: মানবজমিন)

