কলারোয়া প্রতিনিধি :
কলারোয়ার উপজেলার পিছলাপুর গ্রামের এক প্রফেসর বাড়ির প্রাচীর ভাঙ্গচুরের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল ১০ টায় প্রফেসর নুর ইসলামের বাড়িতে ১১ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় এবং প্রাচীর ভাঙ্গচুর করে।
তিনি বলেন, ঘটনার দিন আমি কলেজে ছিলাম এবং আমার স্ত্রী ও শিক্ষা প্রতিষ্ঠানে ছিল। এই সুযোগে কাজে লাগিয়ে মাহবুবর রহমান ও ইয়াহিয়া সরদার দলবল নিয়ে আমার বাড়িতে হামলা চালায়।
তিনি আরো বলেন দেওয়ানি মোকন্দদমা ( ৬৯/২০০৮) মামলার রায় আমার পক্ষে আসে। তারপরও একটি মামলা এখনো কোর্টে চলমান রয়েছে। তার ভিতরে বর্তমান দেশের পরিস্থিতিকে কাজে লাগিয়ে অভিযুক্তরা হামলা চালায়।
তিনি আরো বলেন এ বিষয়ে আমি উপজেলায় সেনাবাহিনী ক্যাম্পে একটি অভিযোগ করি। সেনাবাহিনীর অফিসার সরেজমিন গিয়ে পরিদর্শন করেনেএবং অভিযুক্তদের দশ দিনের ভিতরে,আগের অবস্থান প্রাচীর নির্মাণের নির্দেশনা দিয়েছেন।
এরপরেও আমি বর্তমান পরিস্থিতিতে জীবননাশের হুমকি এবং জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছি,আমি সাংবাদিক সমাজের মাধ্যম দিয়ে প্রশাসনের কাছে সুস্থ ভাবে বসবাসের জন্য আকুল আবেদন করছি।

